• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

অপরাধ

রামগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট যুবক গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০২৩

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় ডিজিটল নিরাপত্তা আইনে মামলায় ফারুক হোসেন(৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় চন্ডিপুর ইউনিয়নের বকশি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক পূর্ব চন্ডিপুর গ্রামের ছমর উদ্দিন হাজী বাড়ির আবু তাহের মুন্সির ছেলে ও চন্ডিপুর ইউনিয়ন যুবদলের কমীর্।
মামলার বিবরন ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেন তার নিজনামীয় ফেসবুক আইডিতে ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপমানজনক ও মানহানিকর,অশ্লীল ও বিকৃতভাবে ছবি পোস্ট দেয়। এ ছাড়াও বিভিন্ন সময় তার আইডিতে সরকার বিরোধী বিভিন্ন আক্রমনাত্নক পোষ্ট, ভিডিও, শেয়ার, কমেন্টস ভাইরাল করে। বিষয়টি চন্ডিপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও চন্ডিপুর ওয়ার্ড মেম্বার রেজাউল করিম তছলিম মোল্লার নজরে আসলে তাঁরা চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম জিএসকে অবগত করে। নজরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে থানার মামলা নং—০৮/৪৫, তারিখ—১৩/০৩/২৩ইং, ধারা—২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ২৫(২)/২৯(১)/৩১(২) রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত ফারুক হোসেনের বিরুদ্ধে নজরুল ইসলামের জিএস অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় থানায় মামলা রুজু করে , বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads